কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

 রাজন সরকার, পাকুন্দিয়া | ২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৪:১১ | পাকুন্দিয়া  


নিয়োগবিধি সংশোধনসহ চার দফা দাবিতে বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের কর্মচারীরা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কর্মবিরতি চলা অবস্থায় হাসপাতাল চত্বরেই অবস্থান নেন তারা।

বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের পাকুন্দিয়া উপজেলা শাখার আহ্বায়ক ও স্বাস্থ্য পরিদর্শক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ও স্বাস্থ্য সহকারী আবুল কালাম ইলিয়াস এবং সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য সহকারী মো. জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নিয়োগ বিধি সংশোধনসহ ১৬তম গ্রেড থেকে ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেডে উন্নীত করতে হবে।

দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও বক্তারা তাদের বক্তব্যে বলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর