কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

 স্টাফ রিপোর্টার | ৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ১১:৩৯ | কটিয়াদী 


‘মানবিক বিশ্ব গড়ায়; স্বেচ্ছাসেবকের বিকল্প নেই’ স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, মাস্ক বিতরণ ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র উদ্যোগে এ উপলক্ষে শনিবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

রক্তদানে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ ও নতুন রক্তদাতা সংগ্রহের লক্ষ্যে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে দুই শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শীতে কোভিড-১৯ এর প্রকোপ মোকাবেলায় পৌর সদরের বিভিন্ন মোড়ে তিন শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর মানুষকে ঘরে থাকা, মাস্ক ব্যবহার, বেশি বেশি হাত ধোয়ার আহ্বান জানিয়ে প্রায় প্রতিদিন স্বপ্রণোদিত হয়ে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিক আব্দুল কাদিরকে স্বেচ্ছাসেবক সম্মাননা-২০২০ ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, রক্তদান সমিতি'র উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক আবদুর রহমান রুমী, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, ঠিকাদার আব্দুল কাইয়্যুম, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি যুবলীগের আহ্বায়ক শারফুল কাদের মনি, বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামূল হক বাবু, রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, রক্তদান সমিতি'র অন্যতম সংগঠক- চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান প্রমুখ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমরুজ হোসেন, কটিয়াদী সরকারি কলেজের প্রধান সহকারি হাদিউল ইসলাম, মাহফুজুর রহমান সাইফুল, নার্স রোমান আহমেদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, হাসান মাহমুদ আতাউর, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, বিক্রম বাস্পুর, একেএম মুশফিকুর রহমান রবিন, সুমিত দাস জয়, বোরহান উদ্দিন, ইমন জামান, হাসিবুর রশিদ রাফি, রাকিবুল আলম সিয়াম, আন্না আক্তার, জুবায়ের, পলিন, নাফি, শুভ প্রমূখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর