কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ

 রাজন সরকার, পাকুন্দিয়া | ৬ ডিসেম্বর ২০২০, রবিবার, ১২:০৯ | পাকুন্দিয়া  


কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিকলীগ।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে শ্রমিকলীগের নেতাকর্মীরা অংশ নেন।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাবেক পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম আসাদ, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সবুজ, কলেজ ছাত্রলীগ নেতা সাবিকুল হাসান মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারী জঙ্গি, মৌলবাদি, সম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর বাংলায় তাদের প্রতিরোধ করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর