কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৬ ডিসেম্বর ২০২০, রবিবার, ৪:১৫ | পাকুন্দিয়া  


শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজবাহ উদ্দিন, মজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, চরকাওনা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেনসহ উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ভার্চুয়াল (অনলাইন) মাধ্যমে উদযাপন করা হবে। দিবস দুটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া সরকারি-বেসরকারিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা সঠিকভাবে টানানোর ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর