কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মাস্ক না পড়ে আক্কেল সেলামি দিলেন ১৬ ব্যক্তি

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৭ ডিসেম্বর ২০২০, সোমবার, ৫:২৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযাযী মুখে মাস্ক ব্যবহার না করে বাইরে বেরিয়ে ১৬ ব্যক্তি আক্কেল সেলামি দিয়েছেন। তাদেরকে মোট দুই হাজার ৭৬০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এসময়ে লোকজন যেন বাইরে বের হলে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করেন এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

লোকজনকে সচেতন করতে জরিমানার পাশাপাশি তাদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর