কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বিজ্ঞান মেলা উদ্বোধন

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৫:২১ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘তথ্যপ্রযুক্তির সদব্যবহারঃ আসক্তি রোধে’ ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা-২০২০ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি  মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এই বিজ্ঞান মেলার আয়োজন করেছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। উদ্বোধনের পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, কুলিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের সি.এ কাম উচ্চমান সহকারী মো. ফজলুর রহমান পটল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় কুলিয়ারচর উপজেলার সাতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা ও দুইটি কলেজ অংশগ্রহণ করেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর