কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮) এর ট্রফি উন্মোচন

 স্টাফ রিপোর্টার | ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ৬:০৮ | খেলাধুলা 


“দেশের জন্য খেলতে চাইলে মাঠে আসো আটের আগে” এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত কিশোরগঞ্জ জেলায় আয়োজিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-৮ বয়সী বালকদের নিয়ে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে কিশোরগঞ্জ জেলার আটটি দল অংশগ্রহণ করছে।

আট দলের অধিনায়ক এবং কর্মকর্তাদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই ট্রফি উন্মোচন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আগামী ৯-১০ ডিসেম্বর (বুধবার-বৃহস্পতিবার) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

বুধবার (৯ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে সকাল ৮ টায় মাঠে নামবে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি এবং অংকুর ফুটবল একাডেমি।

দিনের দ্বিতীয় ম্যাচে সকাল ৯টায় মাঠে নামবে আলফা সকার ফুটবল একাডেমি এবং বনগ্রাম ফুটবল একাডেমি।

এছাড়া তৃতীয় ম্যাচে সকাল ১০ টায় তাড়াইল ফুটবল একাডেমি নামবে হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমির বিপক্ষে।

চতুর্থ ম্যাচে বেলা ১১ টায় মাঠে নামবে ভূইয়া ফুটবল একাডেমি এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ।

টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায়।

ক্ষুদে খেলোয়াড়দের এই আয়োজন থেকে ৩০ জন খেলোয়াড়কে বাছাই করে একমাসের প্রশিক্ষণের আয়োজন করবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর