কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কন্দাল ফসল গোল আলুর মাঠ দিবস

 রাজন সরকার, পাকুন্দিয়া | ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৫৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত গোল আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দিনব্যাপি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার খামা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আলামিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম।

মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কন্দাল ফসল প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান, অতিরিক্ত উপপরিচালক মো. আশেক পারভেজ ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবদুস সামাদ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অঙ্গিয়াদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হামিমুল হক সোহাগ।

মাঠ দিবস শেষে কৃষকদের বিভিন্ন প্রদর্শনী ও সংরক্ষিত বীজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

এ সময় নারী-পুরুষসহ উপস্থিত পাঁচশতাধিক কৃষক কন্দাল ফসল উৎপাদনে আগ্রহ প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর