কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮) উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৫৭ | খেলাধুলা 


“দেশের জন্য খেলতে চাইলে মাঠে আসো আটের আগে” এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মত কিশোরগঞ্জ জেলায় শুরু হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮)।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আব্দুল কাদির মিয়া।

দুই দিনের এই আয়োজনে প্রথম দিনেই ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি ২-০ গোলে অংকুর ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

দ্বিতীয় ম্যাচে বনগ্রাম ফুটবল একাডেমি ১-০ গোলে আলফা সকার ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

তৃতীয় ম্যাচে হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমি (৫) ০-০ (৪) গোলে তাড়াইল ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

চতুর্থ ম্যাচে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ ২-০ গোলে ভূইয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

একই দিনে বিকেলে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে বনগ্রাম ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি।

দ্বিতীয় সেমিফাইনালে হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর