কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিজয়ের আনন্দে মাতল হিজলীয়া গ্রাম

 স্টাফ রিপোর্টার | ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ২:২৬ | পাকুন্দিয়া  


মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিকী কা-বা-ডি খেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই আয়োজনকে ঘিরে বিজয়ের আনন্দে মাতোয়ার হন গ্রামবাসী।

বিজয় দিবসের আগের রাতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বার্ষিক এই কা-বা-ডি খেলার আয়োজন করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হারুন অর রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি হেলাল উদ্দীন।

সৌদি আরব প্রবাসী চরফরাদী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াস খাঁন অনলাইন/লাইভে খেলার উদ্বোধন করেন।

আতশবাজি দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি হতে দূরে থাকতে খেলাধুলার প্রতি উৎসাহিত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক ভিপি হেলাল উদ্দীন, খেলার সার্বিক তত্বাবধায়ক গ্রামের সাবেক মেম্বার শাহ্ আলম, বিশেষ অতিথি হিসাবে পাকুন্দিয়া মহিলা কলেজের প্রভাষক আছাদুজ্জামান আছাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও রফিকুল ইসলাম মেম্বার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এম.এস আল-মামুন।

ছাত্রনেতা তামিম, হিমেল, রাজিব, দেলোয়ার, আলতাব, ইউনুছসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের শিশু ও নারী-পুরুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

রেফারী হিসাবে ছিলেন মিজান, আবদুর রশিদ ও হেলাল উদ্দীন।

খেলায় বিবাহিত দল ও অবিবাহিত দল অংশ নেয়। মিজান ও সুজন দু'দলের নেতৃত্ব দেন। এতে বিবাহিত দল ২-১ ব্যবধানে জয় লাভ করে।

প্রতিবারের মত এবারো রাতের এই অনুষ্ঠানে ছিল ঝমকালো আয়োজন যাতে এলাকাবাসী খুবই আবেগ আপ্লুত এবং আগামি বছর আরো বড় পরিসরে এই আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাৎসরিক এই আনন্দ আয়োজনের জন্য এলাকার ঘরে ঘরে দূর দূরান্তের আত্বীয় স্বজনদের আগমনে মেহমানদারি ধুম লেগে যায়।

বিজয়ী দলসহ উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর