কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন হাজী ইসরাইল

 স্টাফ রিপোর্টার | ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ৮:৩৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো: ইসরাইল মিঞা। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন প্রাপ্ত অন্যান্য নামের সাথে এ নাম ঘোষণা করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে হাজী ইসরাইল মিঞার দলীয় মনোনয়নের আবেদন ফরমে মেয়র প্রার্থী হিসেবে তার নাম সুপারিশ করেন জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম, সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম, পৌর বিএনিপির আহ্বায়ক মো: আমিনুল ইসলাম আশফাক এবং দুই যুগ্ম আহ্বায়ক মো: মাহবুবুল আলম ও হানিফউদ্দিন আহম্মদ রনক।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

হাজী ইসরাইল মিঞা ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ১৯৮৯ সালে ছাত্রদলের মনোনীত প্রার্থী হিসেবে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।

তেজস্বি বক্তৃতায় পারদর্শি ও মাঠ কাঁপানো এই নেতা ৯৪ সালে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হন।

পরে কাউন্সিলের মাধ্যমে ১৯৯৬ সালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০১১ সাল থেকে এ পর্যন্ত দুই মেয়াদে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সাল থেকে তিনি সদর উপজেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বও পালন করছেন।

বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি তার নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন। এর জন্য তাকে অসংখ্য মামলা হামলা ও বিভিন্ন সময়ে কারাবরণের শিকার হতে হয়েছে।

কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে হাজী ইসরাইল দলীয় মনোনয়ন পাওয়ায় তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর