কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ পৌরসভায় ৭ মেয়র ও কাউন্সিলর-মহিলা কাউন্সিলর ৮৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২০ ডিসেম্বর ২০২০, রবিবার, ৯:২৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৭ জন, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৬১ জন এবং তিনটি সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী মোট ৭ প্রার্থীর মধ্যে চারজন দলীয় প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া, বিএনপি প্রার্থী মো. ইসরাইল মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নজরুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. স্বপন মিয়া।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক পৌর চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া, একেএম নজরুল ইসলাম ভূঞা জুয়েল এবং মো. শফিকুল গনি ঢালী।

অন্যদিকে সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ৬ জন, সংরক্ষিত আসনের ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সংরক্ষিত আসনের ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সাধারণ আসনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫ জন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩ জন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬ জন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫ জন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯ জন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭ জন এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ২২ ডিসেম্বর মনোননয়ন পত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর