কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে মাটিবোঝাই লরির ইঞ্জিন উল্টে চালক নিহত

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ৬:২৯ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাটিবোঝাই লরির ইঞ্জিন উল্টে চালক মো. খোকন মিয়া (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদিঘী নামারবন্দ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লরিচালক মো. খোকন মিয়া উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বন্দের হাটির মো. কাঞ্চন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খোকন মিয়া প্রতিদিনের মতো বালুর ট্রাক চালিয়ে মাটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার নরম জায়গায় ট্রাকের চাকা আটকে যায়।

ফলে ট্রাকের চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটির ইঞ্জিনের পুরো শক্তি ব্যয় করে ট্রাকের চাকা উঠানোর জন্য চেষ্টা করেন।

এ অবস্থায় ট্রাকের ইঞ্জিনের অংশ সোজা হয়ে দাঁড়িয়ে গেলে ট্রাকের বডি ও ইঞ্জিনের মধ্যে চাপা পড়েন চালক খোকন।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, এ বিষয়ে এখনও থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর