কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারীদের মানববন্ধন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৪৪ | পাকুন্দিয়া  


বেতন গ্রেড ও পদের নাম পরিবর্তন, পদোন্নতি, উচ্চতর প্রশিক্ষণ, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বিদ্যালয়/কলেজ পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্তির দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচী পালন করা হয়েছে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ পাকুন্দিয়া উপজেলার শাখার ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন ও অর্থ সম্পাদক মো. বিপ্লব হোসেন।

পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপির কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের কাছে প্রদান করেন তৃতীয় শ্রেণির কর্মচারী নেতৃবৃন্দ।

এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর