কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে বইয়ের গোডাউনসহ চার দোকান পুড়ে ছাই

 বাজিতপুর সংবাদদাতা | ২ জানুয়ারি ২০২১, শনিবার, ৭:৩৮ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে বাজার থানার রোড ব্রিজ সংলগ্ন মার্কেটে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বইয়ের গোডাউনসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২ জানুয়ারি) ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কারিগরি ডেকোরেশন, গোপাল চন্দ্র সাহার মেসার্স মডার্ণ পেপার হাউজ, শিপন মিয়ার সীমান্ত এমব্রয়ডারি এবং সুমন চন্দ্র দাসের টি-স্টল।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২ জানুয়ারি) ভোর রাত আড়াইটার দিকে ওই মার্কেটে আগুন লেগে মুহূর্তেই লেলিহান শিখা হয়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার আব্দুল গনি নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন। তাদের সাথে কুলিয়ারচর ও কটিয়াদী ফায়ার সার্ভিসের পৃথক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর