কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উন্মুক্ত দুয়ারের ১ম বর্ষপূর্তিতে নানা আয়োজন

 আশরাফুল আমিন মিশন | ৩ জানুয়ারি ২০২১, রবিবার, ৭:৫১ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী গ্রামের সামাজিক ও মানবিক সংগঠন 'উন্মুক্ত দুয়ার' এর ১ম বর্ষপূর্তি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গত এক বছরের কর্মযজ্ঞ তুলে ধরা হয়।

সংগঠনের সারা বছরের কর্ম পরিধির মধ্যে ছিল- বিভিন্ন সময়ে সদস্যদের মাধ্যমে বিভিন্ন জনকে রক্তদান, বয়স্ক শিক্ষা চালু, এলাকার অতিদরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, অনাথ শিশু শিক্ষায় সহযোগিতা ও কিশোর-যুবাদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণ।

ব্যাপক আনন্দ উল্লাসের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পোস্টঅফিস ইন্সপেক্টর মো. ফজলুর রহমান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানাপাটুলী গ্রামের কৃতী সন্তান অবসরপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মান্নান, কটিয়াদী উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো. জাহাঙ্গীর আলম, সহশ্রাম -ধূলদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কাশেম আকন্দ, সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন শাহীন, সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন দুলাল, সাবেক চেয়ারম্যান এ বি এম জালাল উদ্দীন মাষ্টার, দানাপাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, দানাপাটুলী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজিবুর রহমান ও সাবেক ইউপি সদস্য আলিমুল রমজান শামীম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শারফুল আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমানে নানা স্থানে যুব সমাজ যেখানে পথভ্রষ্ট হয়ে মদ-জুয়া আর ইভটিজিং এর মত মারাত্মক সব অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, সেখানে এ গ্রামের যুব সমাজ এসব অপরাধকে পাশ কাটিয়ে সমাজ গঠনে, মানব সেবায় মনোনিবেশ করেছে- নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার।’

বক্তারা আরো বলেন, এ গ্রামে কোনো কিশোর গ্যাং নেই, নেই কোনো কিশোর যুবকদের বিরুদ্ধে অপরাধের ফিরিস্তি, বরং তারা মানুষকে রক্তদান, অসহায়দের সহায়তা দানে নিজেদের ব্যস্ত রাখে। যা অন্যান্য গ্রামের কিশোর-যুবকদের জন্য শিক্ষণীয় হতে পারে।

সবশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর