কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে জাল্লাবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবু তাহের।
জাফরাবাদ ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি।
এ সময় আরও বক্তব্য রাখেন কাদিরজঙ্গল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুমন আহমেদ, জাফরাবাদ ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক কবীর উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকদের ভাগ্যের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে মো. নূরুল্লাহকে সভাপতি ও মো. রাজন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।