কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বহুমুখী বিচিত্র প্রতিভার অধিকারী ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার, ৪:২৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা ন্যাশানাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন (৭৫) এর মৃত্যুতে কিশোরগঞ্জে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক শোকসভা কমিটির আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু।

এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, গিয়াস উদ্দিন মিল্কী, জেলা উদীচী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সাংবাদিক মো. হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা ন্যাপ সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাই এর সঞ্চালনায় শোকসভায় পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল হক সাজন ও ভাতিজা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান বক্তব্য রাখেন।

বক্তাগণ অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনকে বহুমুখী বিচিত্র প্রতিভার অধিকারী হিসেবে আখ্যায়িত করে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২১ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর