আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে কৃষকলীগ।
রোববার (১০ জানুয়ারি) সকালে জেলা কৃষকলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ।
আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
আলোচনা সভায় জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, সদস্য নারায়ণ দত্ত প্রদীপ, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল পাশা, সহ-সভাপতি আক্তারুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি খলিল মাস্টার, শহর কৃষকলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পাঁচ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।