কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরব পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচন

 স্টাফ রিপোর্টার | ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৭:৪৮ | ভৈরব 


পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি দেশের ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা রয়েছে। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভৈরব পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি।

৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এই তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনের দিন ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এর আগে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার দুটি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়। পৌরসভা দুটি হচ্ছে, কিশোরগঞ্জ পৌরসভা ও কুলিয়ারচর পৌরসভা। গত ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভায় ব্যালটে এবং কুলিয়ারচর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কুলিয়ারচর পৌরসভায় নির্বাচন সম্পন্ন হলেও কিশোরগঞ্জ পৌরসভায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

পরবর্তিতে তৃতীয় ধাপে কটিয়াদী পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। এ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ এই তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে হোসেনপুর ও করিমগঞ্জ পৌরসভায় ব্যালটে এবং বাজিতপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর