কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

 মো. তরীকুল হাসান, পাকুন্দিয়া | ২৩ জানুয়ারি ২০২১, শনিবার, ১০:৫৮ | খেলাধুলা 


গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে বিপথ থেকে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু।

উপজেলার পৌরসদরের চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিলুপ্তপ্রায় এ খেলা দেখতে ভিড় জমান বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শক।

শুক্রবার (২২ জানুয়ারি) চরপাকুন্দিয়া যুব সমাজের আয়োজনে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ মধ্যকার ফাইনাল খেলায় ২-১ এর ব্যবধানে বিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় অবিবাহিত একাদশ।

উপজেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শিল্পপতি জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ সমাজসেবক মো. বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ লোহানী ডাবলু, সাবেক কমিশনার মো. স্বপন মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হিরণ মিয়া, পৌর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন হোসেন্দী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন ও উপজেলা যুবলীগ নেতা রানা শিকদার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর