কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের 'জেলা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপদেষ্টা মাও. উবায়দুর রহমান খান নদভী দা. বা.।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাও. প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, সেক্রেটারি রুকন উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক জোবায়ের আহমাদ ও সহ-অর্থ সম্পাদক ইমদাদুল্লাহ মাহবুব।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহা. আবরারুল হক।
সংগঠনের সাধারণ সম্পাদক এইচ.এম সাইফুল ইসলামের-এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মুহা. আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মুহা. আবু হানিফ, প্রশিক্ষণ সম্পাদক আবু নাঈম , প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদ, অর্থ সম্পাদক ত্বোয়াসিন আহমাদ, ক্বওমী মাদরাসা বি. সম্পাদক মাসুম আহমাদ, আলিয়া মাদরাসা বি. সম্পাদক শাহরিয়ার রহমান, কলেজ বি. সম্পাদক আলআমিন ও স্কুল বি. সম্পাদক আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাও. উবায়দুর রহমান খান নদভী দা. বা. বলেন, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে আদর্শিক প্লাটফর্ম। সেদিন বেশি দূরে নয়, যেদিন তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তানসহ সকল মুসলিম দেশগুলি গণতন্ত্র, সমাজতন্ত্রসহ সকল মানবরচিত তন্ত্রমন্ত্রকে ছুড়ে ফেলবে।
প্রধান বক্তার বক্তব্যে শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার এ ত্রিশ বছরে বহু সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, রক্তচক্ষু উপেক্ষা করে পথ চলতে হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের ছাত্রদের ক্রান্তিলগ্নে বহু ভূমিকা রেখেছে। ত্রিধারার ছাত্রদের সঙ্গে নিয়ে বিভিন্ন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রিয় সংগঠন।
সম্মেলনের প্রধান বক্তা তাঁর বক্তব্য শেষে ২০২১ সেশনের জেলা কমিটি ঘোষণা করেন। ঘোষিত জেলা কমিটির সভাপতি আবরারুল হক, সহ-সভাপতি মুহা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহা. আবু নাঈম।