কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কমরেড বাহার উদ্দিন বাচ্চুর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত

 স্টাফ রিপোর্টার | ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১২:৩১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার প্রাক্তন সম্পাদকমণ্ডলীর সদস্য, শ্রমিক শাখার নেতা কমরেড বাহার উদ্দিন বাচ্চুর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শ্রমিক শাখার উদ্যোগে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জেলা সিপিবি কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য ও শ্রমিক শাখার সম্পাদক কমরেড আবদুর রহমান রুমী।

এতে প্রয়াত কমরেডের জীবনের বিভিন্ন দিক, লড়াই সংগ্রাম ও কিশোরগঞ্জের শ্রমিক আন্দোলনের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবুল হোসেন মাস্টার, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার, জেলা কমিটির সদস্য কমরেড রঞ্জিত সরকার, কমরেড ফরিদ আহমেদ, শ্রমিক শাখার সদস্য হাবিবুর রহমান হীরা, রফিক ভূইয়া, রইসউদ্দিন, ইজিবাইক শ্রমিক নেতা মো. হীরা মিয়া, আলমগীর ভূইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল ওয়াহাব, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি অপু সাহা, প্রয়াত কমরেডের সহকর্মী মাড়াইকল শ্রমিক নেতা মামুন প্রমুখ।

কমরেড বাহার উদ্দীন বাচ্চু ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বৎসর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

বক্তাগণ কমরেড বাহার উদ্দিন বাচ্চুর দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কার্যক্রমসহ নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে কমরেড আবদুর রহমান রুমী কিশোরগঞ্জে বন্ধ থাকা কিশোরগঞ্জ টেক্সটাইল মিলটি পুনরায় চালুসহ স্থানীয় বিভিন্ন ইস্যুতে কিশোরগঞ্জে বৃহত্তর শ্রমিক আন্দোলন ও শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলে প্রয়াত কমরেড বাহার উদ্দিন বাচ্চুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর