কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে গোধর গোস্বামীর আখড়ায় নবনির্মিত নাট মন্দির উদ্বোধন

 বিজয় কর রতন, মিঠামইন | ২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ৮:২১ | মিঠামইন 


কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের সাত শতাধিক বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ায় নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নবনির্মিত নাট মন্দির উদ্বোধন করেন।

এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সফরসঙ্গীদের নিয়ে মন্দিরের প্রধান ফটকে পৌঁছুলে সেখানে উৎসব উদযাপন কমিটির সভাপতি সুনিল বণিক, সম্পাদক বিজয় কর রতন, কোষাধ্যক্ষ দিলীপ বণিক ও ডা. প্রদীপ দেবনাথসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে ফিতা কেটে তিনি মন্দিরে প্রবেশ করেন। সেখানে শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ায় তিন লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত নাট মন্দিরের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক মন্দিরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পর্যায়ক্রমে এ মন্দির আরো সংস্কার করা হবে বলে উপস্থিত ভক্তবৃন্দকে আশ্বস্ত করেন।

পরে তিনি প্রধান অতিথির আসনে বসে হরি নাম সংকীর্তন উপভোগ করেন।

এসময় প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ার সভাপতি প্রভাংশু সোম মহান, জেলা পরিষদের সদস্য ও শ্রী শ্রী গোধর গোস্বামীর আখড়ার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান ভুইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ বসাক, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর