কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ৫:০৫ | রাজনীতি 


কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ অফিসে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে জেলা মহিলা আওয়ামী লীগ।

জেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী বিলকিছ বেগম।

এতে অন্যদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেদা ফেন্সী, জিন্নাত আক্তার রানু, ফৌজিয়া জলিল ন্যান্সি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদা ইয়াসমিন, শাহিন সুলতানা ইতি, সাংগঠনিক সম্পাদক মাছুমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরজানা সুলতানা পিংকি, দপ্তর সম্পাদক ডা. রুবি ইসলাম, কার্যনির্বাহী সদস্য শায়লা পারভীন সাথী প্রমুখ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর