কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২ মার্চ ২০২১, মঙ্গলবার, ৪:৫৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই কেজি গাঁজাসহ আমেনা খাতুন (৪৬) নামে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এক নারীকে গ্রেপ্তার করেছে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

মঙ্গলবার (২ মার্চ) সকালে উপজেলার পুলেরঘাট এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারী নেত্রকোনা জেলার জামাটি গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী। সে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, ওই নারী দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এর অংশ হিসেবে সে বাসে করে গাঁজা নিয়ে নেত্রকোনা যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মার্চ) সকালে উপজেলার পুলেরঘাট এলাকায় অবস্থান নেন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ।

এসময় ওই নারী বাস পরিবর্তন করে অপর একটি বাসে উঠার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী আমেনা খাতুন কুমিল্লা থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা যাচ্ছিল।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, আমেনা খাতুন আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁকে মাদক মামলায় মঙ্গলবার (২ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর