কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে দ্বিতীয় দিনেও বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ৯:১৮ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে বুধবার (৩ মার্চ) বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান শুরু করার পর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৪ মার্চ) ৬০টির মতো ব্যবসার দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারের কাঠপট্টি, রামনগর, জগন্নাথপুর, মেঘনা ও ব্রহ্মপুত্র নদী এলাকায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধভাবে নদীর পাড়ে গড়ে উঠা ৬০টির মতো ব্যবসার দোকানঘর উচ্ছেদ করা ছাড়াও নদীর পাড়ে মজুত থাকা বালু ও পাথর ভেকু চালিয়ে নদীতে ফেলে দেয়া হয়।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল্লাহ।

এ সময় বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল, ট্রাফিক ইন্সপেক্টর মো. জসীম উদ্দিন ও ভৈরব নৌ-থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, সরকারি জায়গায় কাজের ব্যাঘাত হয় এমন স্থানে দোকানদারগণ দোকান নির্মাণ করতে পারে না।

তিনি বলেন, ভৈরব বাজার মেঘনা পাড় ও ব্রহ্মপুত্র নদীর পাড়ে অভিযান চালিয়ে প্রায় ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদসহ বালু পাথর ভেকু দিয়ে সরিয়ে ফেলা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর