কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ বারে শাহ আজিজুল হক সভাপতি, আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত

 স্টাফ রিপোর্টার | ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১১:২৯ | বিশেষ সংবাদ 


ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদ ও সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এক বছর মেয়াদী কার্য্যনির্বাহী কমিটির নির্বাচনে ২৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী শাহ আজিজুল হক। এনিয়ে তিনি ষষ্ঠবার সভাপতি নির্বাচিত হলেন।

নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো. রাশেদুজ্জামান এনাম পেয়েছেন ১৪৭ ভোট।

এছাড়া সভাপতি পদে অপর প্রার্থী মো. গোলামুর রহমান খান পেয়েছেন ৪২ ভোট।

অন্যদিকে ২৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো. আমিনুল ইসলাম রতন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী মো. শহিদুল আলম শহীদ পেয়েছেন ২০৬ ভোট।

ফলে টানা ১২বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এবারের নির্বাচনে হারের মুখ দেখলেন মো. সহিদুল আলম শহীদ।

আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার (২৪৬ ভোট) ও মো. আব্দুর রশীদ ভূঞা (২২২ ভোট), সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সোহেল (২৮১ ভোট), লাইব্রেরী সম্পাদক জেসমিন আক্তার মনি (২৭১ ভোট), অডিটর খন্দকার ইয়াকুব ফয়সল (২৪০ ভোট) এবং কার্যকরী সদস্য পদের ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমিনুল হক লিটন, মোহাম্মদ আবু সাঈম, এম আবদুর রউফ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম।

বিএনপি সমর্থিত অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সহ-সাধারণ সম্পাদক মো. মাহফুজুল করীম বাবু (২৭১ ভোট), সাংস্কৃতিক সম্পাদক এএম সাজ্জাদুল হক (২৬০ ভোট) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মোকাছ উদ্দিন ভূঞা।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এসএম মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সমিতির ৫১৯ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর