কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১১:৪০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার নামা মির্জাপুর শাফি ডাক্তারের বাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ‘গ্রাম বাংলা একতা ক্লাব’ এ খেলার আয়োজন করে। খেলায় বর্ষাগাতি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নামা মির্জাপুর দল।

খেলা উপভোগ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন ভূঁইয়া।

বিশিষ্ট সমাজসেবক মো. আবদুল মান্নান এর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন মহিবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম দুলাল, মোহাম্মদ হিমেল খান ও উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ প্রমুখ।

এর আগে শতাধিক মোটর শোভাযাত্রা নিয়ে খেলার মাঠে আসেন প্রধান অতিথি আলমগীর হোসেন ভূঁইয়া।

তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরফরাদী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর