কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি

 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০২১, শনিবার, ৫:১২ | কিশোরগঞ্জ সদর 


টেস্টের নামে কমিশন বাণিজ্যে অতিষ্ঠ হওয়াসহ স্বাস্থ্যসেবার মান নিয়ে সাধারণ মানুষের মনে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষ কার্যকর প্রদক্ষেপ গ্রহণ না করায় সরকারি-বেসরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে এসে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

এ থেকে পরিত্রাণের জন্য সচেতন কিশোরগঞ্জবাসী স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জোর দাবি জানিয়েছেন।

শনিবার (৬ মার্চ) সকালে শহরের খরমপট্টিতে মফিজ পন্ডিত পাঠাগার প্রাঙ্গণে কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ এর বাৎসরিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়। এতে নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মহিউদ্দিন আহমেদ।

ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ট্রাস্টের সহ-সভাপতি লুৎফুন্নেছা, ট্রেজারার মোঃ শফিকুল ইসলাম, বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আইয়ুব বিন হায়দার, অধ্যক্ষ গোলসান আরা বেগম, সাংবাদিক ও লেখক মু আ লতিফ, অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মোঃ হোসেন আলী, সহকারী শিক্ষক স্বপন কুমার বর্মণ, ডাঃ মাহফুজা সুলতানা রোমা, শিল্পী আবুল কালাম আজাদ, এম এ আর বাবুল ভুঁইয়া, মিনহাজুল ইসলাম সজিব প্রমুখ।

সভায় বিগত দিনের কার্যবিবরণী উপস্থাপন করা হয় এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় ট্রাস্টের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর