বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর আয়োজনে শনিবার (৬ মার্চ) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রাক্তন ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রীতি ম্যাচকে ঘিরে এক সময় কিশোরগঞ্জ জেলাসহ জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখা প্রাক্তন ক্রিকেটারদের যেনো মিলনমেলা বসেছিল।
প্রীতি ম্যাচে লাক্কু নন্দী একাদশ এবং বাহার উদ্দিন একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এতে ১ রানে লাক্কু নন্দী একাদশ জয়লাভ করে।
টসে জিতে লাক্কু নন্দী একাদশ নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে বাহার উদ্দিন একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে।
ম্যাচে চার উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাহার উদ্দিন একাদশের সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
ম্যাচ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজলসহ অতিথিরা বিজয়ী টিমের অধিনায়ক লাক্কু নন্দির হাতে ট্রফি তুলে দেন।
ম্যাচে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, প্রাক্তন ক্রিকেটার খালেকুল ইসলাম, দিদারুল আলম চৌধুরী, দেবব্রত পাল, লুৎফুল্লাহ পাভেল, জালাল মোহাম্মদ গাউসসহ প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেন।
অনেকদিন পর মাঠে আসতে পারায় আয়োজক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।
প্রীতি ম্যাচের আয়োজক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতেই এ আয়োজন করা হয়েছে।