কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গুঁড়িয়ে দেয়া হলো ৮টি অবৈধ স্থাপনা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১০ মার্চ ২০২১, বুধবার, ৬:৫২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া বাজার ও চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ও পুলিশ সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, দখল রোধে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া বাজার ও চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় আটটি অবৈধ স্থাপনা ভেঙ্গে সরকারি ভূমি উদ্ধার করা হয়।

অভিযানে পোড়াবাড়ীয়া বাজারে দুইটি হাফ-বিল্ডিং ও পাঁচটি টিনশেড ঘর এবং মির্জাপুর বাজারে একটি হাফবিল্ডিং ঘর ভাঙা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর