কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০২১, সোমবার, ১২:৩১ | এই মুহূর্তের খবর 


কিশোরগঞ্জে কটিয়াদীতে চাঞ্চল্যকর কৃষক তাজুল ইসলাম (৪৫) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মামলার অপর আসামি সোহেল রানা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার সংশ্লিষ্ট আদালতে সম্পন্ন হবে।

সোমবার (১৫ মার্চ) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

রায় ঘোষণার সময় মিজান ও সুলতান নামে দুই আসামি ছাড়া বাকি ১৩ আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হচ্ছেন, সাইকুল ইসলাম ও গোলাপ মিয়া। তাদের মধ্যে সাইকুল ইসলাম কটিয়াদী উপজেলার কোদালাটিয়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে ও গোলাপ মিয়া ভবানিপুর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।

অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ১৩ আসামি হচ্ছেন, মো. সাইদু, আব্দুল হামিদ, আব্দুর রহিম, বাদল মিয়া, মোস্তফা, মিজান, সুলতান, রায়হান, হাবিব, ফারুক, জলে বেগম, আনিসা বেগম ও হেনা বেগম।

দণ্ডপ্রাপ্তরা সবাই পরস্পরের আত্মীয় এবং তাদের বেশিরভার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১১ সালের ১ জানুয়ারি খুন হন তাজুল ইসলাম। তিনি কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে।

এ ঘটনায় নিহত তাজুল ইসলামের মেয়ে মালা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কটিয়াদী থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ একই বছরের ১৯মে ১৬ আসামির বিরুদ্ধেই আদালতে চার্জশীট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী ও আসামি পক্ষে এডভোকেট অশোক সরকার আদালতে মামলাটি পরিচালনা করেন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর