কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে তিন ইউনিয়নের সড়ক যোগাযোগ উন্নয়নে গার্ডার ব্রীজের নির্মাণ কাজ উদ্বোধন

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৫ মার্চ ২০২১, সোমবার, ১১:৪৮ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের আন্ত:যোগাযোগ উন্নয়নে ৪৫০ মিটার দীর্ঘ একটি পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ করা হচ্ছে। অষ্টগ্রাম-বাধাঘাট-কলমা ইউপি অফিস সড়কে বিলমাকশা নদীর উপর এই গার্ডার ব্রীজটি নির্মাণ করা হচ্ছে।

সোমবার (১৫ মার্চ) পিএসসি গার্ডার ব্রীজটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে তিনি ব্রীজটির নির্মাণ কাজের ‍উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুল হক হায়দারি বাচ্চু, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মানিক কুমার দেব ও পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছেদ মিয়া।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রীজ নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিলমাকসা নদীর উপর ৪৫০ মিটার পিএসসি গার্ডার ব্রীজটির নির্মাণ কাজ শেষ হলে কলমা ইউনিয়নের জনগণ শহরের সাথে সরাসরি গাড়ি নিয়ে যোগাযোগ করতে পারবে। এছাড়া আদমপুর ও আবদুল্লাপুর-খয়েরপুর ইউনিয়নের জনগণের যোগাযোগ সহজতর হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর