কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

 স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ৮:৩৩ | তাড়াইল  


‘মাদক, জুয়া, ইভটিজিং সমাজ থেকে হোক বিলীন’ এই প্রতিপাদ্য এবং ‘মানবসেবা পরম ধর্ম, জাগ্রত হউক এই মর্ম’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে মাদক, জুয়া, ইভটিজিং বিষয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ তাড়াইল শাখার আয়োজনে উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন।

এতে সভাপতিত্ব করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঞা।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হক আকন্দ ও ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মবিন।

মানব কল্যাণ পরিষদের সভাপতি মো. ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জয় এঁর ব্যবস্থাপনায় ও সাংগঠনিক সম্পাদক মো. জাকিরুল ইসলাম বাকী’র সঞ্চালনায় আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার, বাংলাদেশ প্রেসক্লাব তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বাবুল, ছাড়াকার ও সাংবাদিক ছাদেকুর রহমান রতন প্রমুখ ছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক, সমাজসেবক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর