কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা কার্যালয় পরিদর্শনে গণমাধ্যম ব্যক্তিত্ব সোহরাব হাসান

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ১১:৫৫ | ভৈরব 


দেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অনুবাদক, জনপ্রিয় লেখক, দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক সোহরাব হাসান নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলার ভৈরব শাখা কার্যালয় পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিসচা ভৈরব শাখা কার্যালয় পরিদর্শনের সময় তিনি সেখানে সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার সাবেক এমপি মো. শফিকুল ইসলাম।

এতে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ, মো. মনিরুজ্জামান ময়না, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, সংগঠনের প্রকাশনা সম্পাদক বশির আহমেদ বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান বাবলু, যুব বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম কাকুল, নিসচার সাবেক সহযোদ্ধা এস এ কাশেম, নিসচা সদস্য দোলন আক্তার সাধনা, জাহিদুল ইসলাম হিমেল, সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় গণমাধ্যম ব্যক্তিত্ব সোহরাব হাসান নিসচা'র নিজস্ব কার্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, ভৈরবের মতো উপজেলা পর্যায়ে নিসচা'র মতো স্বেচ্ছাসেবী সংগঠন এর নিজস্ব অফিস আছে এটি অনেক বড় বিষয়।

তিনি এ সংগঠনের সভাপতি-সম্পাদক সহ সকল সহযোদ্ধাদের অভিনন্দন জানান।

তিনি বলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আজ ২৮ বছর ধরে এই সামাজিক আন্দোলনটি সফলতার সাথে চালিয়ে আসছেন, এটি সত্যিই বিস্ময়কর ব্যাপার। বর্তমানে এর সুফল জনগণ ভোগ করছে। সড়ক আইনটি পুরোপুরি বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

পরে তিনি সংগঠনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর