কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বৈশাখের গান গেয়ে জিতে নিতে পারেন পুরস্কার

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ৯:১৪ | বর্ষপূর্তি উৎসব 


‘আমার কণ্ঠ, শুনুক বিশ্ব’ এই স্লোগানে কণ্ঠসংগীত প্রতিযোগিতার সফল সমাপ্তির পর বাংলা নববর্ষ ১৪২৮ কে সামনে রেখে নতুন একটি কণ্ঠসংগীত প্রতিযোগিতার আয়োজন করছে ‘কিশোরগঞ্জ নিউজ’। এই প্রতিযোগিতায় অংশ নিতে আপনিও গাইতে পারেন কণ্ঠ খুলে 'এসো হে বৈশাখ এসো এসো'।

রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও সুরের এই গানটি গেয়ে জিতে নিতে পারেন পুরস্কার। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে 'আমার কণ্ঠে এসো হে বৈশাখ' শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ‘কিশোরগঞ্জ নিউজ’।

আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, যেকোনো বয়সের মানুষ খালি গলায় অথবা যন্ত্রসহ 'এসো হে বৈশাখ' গানটি গেয়ে ভিডিও পাঠাতে পারবেন। তবে কোন অ্যাপস কিংবা কারাওকে ব্যবহার করা যাবে না।

৭ এপ্রিল, ২০২১ এর মধ্যে পাঠাতে হবে গানের ভিডিও।

প্রতিযোগিতার সেরা দশজনের প্রত্যেকের জন্য থাকবে পুরস্কার।

এছাড়া সেরা তিনজনের জন্য পুরস্কার হিসেবে রয়েছে প্রাইজবন্ড ও ক্রেস্ট।

গানের ভিডিও পাঠাতে হবে ‘কিশোরগঞ্জ নিউজ’ এর হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০১৮৪১৮১৫৫০০.

ভিডিও পাঠাতে kishoreganjnews247@gmail.com এই ঠিকানায় ইমেইল করতে পারেন।

এছাড়া ‘কিশোরগঞ্জ নিউজ’ এর অফিসিয়াল পেইজে facebook.com/kishoreganjnews ইনবক্স করেও ভিডিও পাঠানো যাবে।

ভিডিও পাঠানো যাবে ইমু ০১৭১৪৩৫৪৯৫০ নম্বরেও।

প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত:

১। রবীন্দ্রনাথ ঠাকুরের 'এসো হে বৈশাখ' গানটি গেয়ে পাঠাতে হবে।

২। যেকোনো বয়সের নারী-পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

৩। প্রতিযোগীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স লিখে পাঠাতে হবে।

৪। শুধু ভয়েস বা অডিও পাঠানো যাবে না। ভিডিও বাধ্যতামূলক।

৫। কিশোরগঞ্জ জেলার যেকোন জায়গা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। অন্য কোন জেলার প্রতিযোগীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের কোন সুযোগ নেই।

৬। প্রতিযোগীদের গাওয়া গান কিশোরগঞ্জ নিউজ এর ইউটিউব চ্যানেল এবং কিশোরগঞ্জ নিউজ এর ফেসবুক পেইজে আপলোড করা হবে।

৭। প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণে বিচারকদের নম্বর এবং ইউটিউব ও ফেসবুক ভিউ এর মাধ্যমে অর্জিত নম্বর যোগ করা হবে।

এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে ফোন করতে পারেন এই নম্বরে +৮৮০১৮৪১ ৮১৫৫০০।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর