কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুখে মাস্ক না থাকায় ১১ জনকে জরিমানা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৪ মার্চ ২০২১, বুধবার, ৮:২৭ | পাকুন্দিয়া  


মুখে মাস্ক না থাকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১ পথচারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

পৌরসদর বাজারের থানা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সম্প্রতি দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে সরকারি নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে প্রশাসন।

এরই প্রেক্ষিতে বুধবার (২৪ মার্চ) বিকালে পৌরসদর বাজারে মাস্ক এর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মুখে মাস্ক না থাকায় ১১ পথচারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মাঝে শতাধিক মাস্ক বিনামূল্যে বিতরণ ও সাধারণ লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান বলেন, দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সাধারণ লোকজনকে করোনা সম্পর্কে সচেতন করা হচ্ছে। নিম্ন আয়ের লোকজনকে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি কয়েকজনকে সতর্ক করার জন্য জরিমানা আদায় করা হয়েছে।

নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর