কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হাসিমুখে আর সেবা দিতে দেখা যাবে না নীতিবান মানুষটিকে

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৪ মার্চ ২০২১, বুধবার, ৮:৩১ | পাকুন্দিয়া  


দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরজনিত বিদায় নিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. রিয়াজ উদ্দিন। বুধবার (২৪ মার্চ) বিকালে তিনি আনুষ্ঠানিক বিদায় নেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিক বিদায় দেন।

একজন সৎ ও ন্যায়বান হিসেবে সকলেই রিয়াজ উদ্দিনকে চিনেন। চাকরি জীবনে তিনি কোনো অন্যায় কিংবা উৎকোচ নেননি। এমনকি কেউ তাকে এক কাপ চা-ও খাওয়াতে পারেনি।

মো. রিয়াজ উদ্দিন ১৯৮৮ সালের ১৬ জুলাই অফিস সহকারী হিসেবে ইটনা ভূমি অফিসে যোগদান করেন। ২০০২ সালের ২ ফেব্রুয়ারি তিনি পাকুন্দিয়া উপজেলা ভূমি অফিসে আসেন।

সেখান থেকে ২০১৪ সালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ন্যস্ত হন। সর্বশেষ ওই কর্মস্থল থেকেই তিনি অবসরে গেছেন।

সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে চাকরি করেও অসংখ্য সুযোগ থাকলেও তিনি নীতিহারা হননি। কোনো অতিরিক্ত সুবিধা নেননি। যা সেবা নিতে আসা সাধারণ লোকজনের মুখে মুখে।

ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

তাঁর বড় মেয়ে নুসরাত জাহান ঋতু উপজেলা তথ্যসেবা অফিসে কর্মরত। বড় ছেলে নাহিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। ছোট ছেলে নাঈম বুরুদিয়া এমডিপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

মো. রিয়াজ উদ্দিন ১৯৬১ সালের ১২ জানুয়ারি পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর