কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সদ্যপ্রয়াত কবি আশুতোষ ভৌমিক-কে

জানালার প্রিয় কান্নারা

 মাজহার মান্না | ৪ এপ্রিল ২০২১, রবিবার, ৪:৪৭ | সাহিত্য 


আশুদা, আপনি সাগরগহিনে মানিক খোঁজেন

কিন্তু বালুচরেরা বলে- আপনি নিজেও জানেন না মানিক কোথায়!

জীবন ও সময়ের সেতুতে দাঁড়িয়ে দেখুন উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম

চারপাশের রঙিনপ্রজাপতিরা আজ কত অসহায়!

 

আমি জানি, আপনার সমাজমনস্কতাকে দেখে

সবাই আড়চোখে ফিরে ফিরে তাকায়; যা আপনি

ধুলোর মতো উড়িয়ে দেন ধুলোর শরীরে...।

আপনার গন্তব্য অসীমের ওপারের আত্মার গহ্বরে-

সমাজের নীল ছায়ার শাদা শাদা শিশিরস্নাত দাঁতে দাঁতে!

 

আপনার আকাশকে এতটাই দূরে রাখতে প্রয়াসী ওরা

যা আপনি শুনতে পান দীপিত নীড়ের কান্নায়-

মাটির ভ্রণে - মাতৃস্তন্যগন্ধে - পাতাদের সবুজালোকে...

ওইসব সত্যকে জেনেও যারা না জানার ভাণ করে আপনার এই হিমাদ্রিগর্জন

নিজের নির্জনে কানে বাজে ফুল ফোটার শব্দ।

তারাদের কাঁপনে, আঁধারে জোনাকপোকার নাচনে...

পলে পলে স্পর্শ করে এই নীল পয়োধি-ভুবন।

 

কবিতাবৃক্ষের চরণতলে আমার বসতবাড়ি

যার সবুজ ছায়ার শুভ্র হাওয়ায় হৃদয় স্পর্শে যেতে যেতে এইভাবে একদিন

আমি নিশ্চিত জানি,

যতদূর যাবে তুমি-ততদূর যাব আমি-যাবে ওইসব বালুচরেরাও ...।

 

সহাস্যে স্বতঃস্ফূর্ত করতালিতে ফেটে পড়বে সেই গহিন সাগর মানিকেরা!

তোমার শিথানে জড়ো হবে জড়ো হবে আসমানের-

হৃদয় খালি করে সব তারকা!


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর