কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঝগড়ায় ভাতিজার ছোঁড়া ইটের ঢিলে চাচা নিহত হয়েছেন। নিহতের নাম সায়েম উদ্দিন (৬৫)।
তিনি উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামে ভাতিজার হাতে চাচা নিহতের এই ঘটনাটি ঘটে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ নিউজকে জানান, বাড়ির সীমানা নিয়ে সায়েম উদ্দিনের সাথে তার সহোদর ভাই ইমাম হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে ইমাম হোসেনের ছেলে জজ মিয়া (৪০) ইটের বড় টুকরো দিয়ে সায়েম উদ্দিনকে লক্ষ্য করে ঢিল ছুঁড়লে তার বুকে লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সায়েম উদ্দিন।
স্বজনেরা উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মমিনুল ইসলাম আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে।