কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন সরানোর দাবিতে মানববন্ধন

 পাকুন্দিয়া সংবাদদাতা | ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ১১:১০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে খোলা জায়গায় নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে পৌরসভার সৈয়দগাঁও, বাগাপাড়া, ছেত্রাখালী, কোণাপাড়া ও লক্ষীয়া গ্রামবাসীর আয়োজনে সৈয়দগাঁও-ছেত্রাখালী সড়কে বিপুল সংখ্যক এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, ছেত্রাখালী গ্রামের বাসিন্দা ফজলুল হক মাস্টার, হাজী মোহাম্মদ আলী, বাগাপাড়া গ্রামের বাসিন্দা মো. সুরুজ মিয়া, নূর মোহাম্মদ সৌরভ, আফসার উদ্দিন, সৈয়দগাঁও গ্রামের উজ্জ্বল সাফি, আঙ্গুর মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ময়লা-আবর্জনা ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দগাঁও-বাগাপাড়া-ছেত্রখালী সড়কের পাশে তিন একর জমি অধিগ্রহণের কাজ চলছে।

কিন্তু এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে ময়লা-আবর্জনা ফেললে এলাকার পরিবেশ নষ্ট হবে। ফসলি জমির ক্ষতি হবে। এছাড়া মসজিদ, মাদ্রাসা, বসতবাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে।

তাই ময়লা-আবর্জনা ডাম্পিং স্টেশন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে খোলা জায়গায় স্থাপনের জন্য বক্তারা জোর দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টিও আকর্ষণ করেন এলাকাবাসী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর