কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বইয়ের সাথে মাহে রমজান বরণ

 স্টাফ রিপোর্টার | ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১২:৪০ | রকমারি 


ইসলামী বই উপহারের মাধ্যমে কিশোরগঞ্জে বরণ করা হবে মাহে রমজান। সমাজের ১০০ বিশিষ্টজনকে ড. মাহফুজ পারভেজ রচিত 'কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান' গ্রন্থটি উপহার দেবে কিশোরগঞ্জের শিল্প-সাহিত্য-সমাজ উন্নয়ন বিষয়ক সংস্থা 'মাজহারুন-নূর ফাউন্ডেশন' এবং 'শাহ মাহতাব আলী ফাউন্ডেশন'।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ। ১ রমজান কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের হাতে বই তুলে দিয়ে স্বাগত জানানো হবে মাহে রমজানকে।

উল্লেখ্য, ইংরেজি নববর্ষে এবং ভাষার মাসে শত বিশিষ্টজনকে আনুষ্ঠানিকভাবে গ্রন্থ উপহার দিয়েছে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বরিষ্ঠ চিকিৎসক ডা. এ. এ. মাজহারুল হক ও সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের শিল্প-সাহিত্য-সমাজ উন্নয়ন বিষয়ক সংস্থা 'মাজহারুন-নূর ফাউন্ডেশন' এবং মুক্তিযুদ্ধের সংগঠক, আনসার বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতার নামে গঠিত 'শাহ মাহতাব আলী ফাউন্ডেশন'। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ।

এছাড়াও, চলতি রমজান মাসে হামদ, নাত, ক্বেরাতে অংশ নিলেই দ্বীনি বই ও সনদ উপহার পাবেন প্রত্যেক অংশগ্রহণকারী। আগামী ১৮ এপ্রিল, ২০২১ এর মধ্যে হামদ-নাত অথবা তেলাওয়াতের ভিডিও পাঠাতে হবে।

অংশগ্রহণকারীদের মধ্যে দু’টি বিভাগে সেরা ৫০ জন করে মোট ১০০ জনের জন্য পুরস্কার হিসেবে থাকবে আল-হাদী প্রকাশনী কর্তৃক প্রকাশিত ড. মাহফুজ পারভেজ রচিত ‘কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান' শীর্ষক সদ্য প্রকাশিত একটি গ্রন্থ এবং সার্টিফিকেট। আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিলের মাধ্যমে পুরস্কার হস্তান্তর করা হবে। সকল অংশগ্রহনকারীকেও দেওয়া হবে মাহে রমজানের উপহার।

রহমত, বরকত, নাজাত ও মাগফেরাতের পয়গাম নিয়ে শুরু হচ্ছে মহিমান্বিত মাস রমজান৷ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে মাহে রমজান উপলক্ষে ‘আলোকিত রমজান’ শিরোনামে অনলাইনে হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জের শিল্প-সাহিত্য-মনন বিষয়ক সংস্থা মাজহারুন-নূর ফাউন্ডেশন এবং শাহ মাহতাব আলী ফাউন্ডেশন।

এতে মিডিয়া পার্টনার হিসেবে প্রতিযোগিতাটির সার্বিক বাস্তবায়ন করবে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ।

প্রতিযোগিতার মূল সমন্বয়ে কাজ করবে একটি টেকনিকেল কমিটি। যাতে রয়েছেন মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. মাহফুজ পারভেজ, শাহ মাহতাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসকান্দার আলী স্বপন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ইমাম হাফেজ শোয়াইব বিন আবদুর রউফ এবং কিশোরগঞ্জ নিউজ প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।

হামদ-নাত ও ক্বেরাত, এই দু’টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ৭-৩০ বছর বয়সের যে কেউ একটি হামদ-নাত অথবা তেলাওয়াতের ভিডিও পাঠাতে পারবেন।

ভিডিও পাঠাতে হবে ‘কিশোরগঞ্জ নিউজ’ এর হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০১৮৪১৮১৫৫০০.

ভিডিও পাঠাতে kishoreganjnews247@gmail.com এই ঠিকানায় ইমেইল করতে পারেন।

এছাড়া ‘কিশোরগঞ্জ নিউজ’ এর অফিসিয়াল পেইজে facebook.com/kishoreganjnews ইনবক্স করেও ভিডিও পাঠানো যাবে।

ভিডিও পাঠানো যাবে ইমু ০১৭১৪৩৫৪৯৫০ নম্বরেও।

প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত:

১। হামদ-নাত অথবা তেলাওয়াতের রেকর্ডিং করার শুরুতে নিজের নাম বলে নিতে হবে।

২। একজন প্রতিযোগী হামদ-নাত ও তেলাওয়াত উভয়টিতেই অংশগ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে আলাদা আলাদা ভিডিও জমা দিতে হবে।

৩। প্রতিযোগীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স লিখে পাঠাতে হবে।

৪। শুধু ভয়েস বা অডিও পাঠানো যাবে না। ভিডিও বাধ্যতামূলক।

৫। প্রতিযোগীদের পাঠানো হামদ-নাত অথবা তেলাওয়াতের ভিডিও কিশোরগঞ্জ নিউজ এর ইউটিউব চ্যানেল এবং কিশোরগঞ্জ নিউজ এর ফেসবুক পেইজে আপলোড করা হবে।

এই প্রতিযোগিতা সম্পর্কে আরো জানতে ফোন করতে পারেন এই নম্বরে ০১৮৪১ ৮১৫৫০০.

প্রসঙ্গত উল্লেখ্য, ইসলাম ও মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মাহে রমজানকে সামনে রেখে আল-হাদী প্রকাশন বের করেছে একটি প্রয়োজনীয় বই।  ১৪ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরুর প্রাক্কালে বইটি প্রকাশ পেলো রোববার (১১ এপ্রিল)। বইটির নাম 'কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান'। লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম'র অ্যাসোসিয়েট এডিটর ও কিশোরগঞ্জ নিউজের উপদেষ্টা সম্পাদক ড. মাহফুজ পারভেজ।

উল্লেখ্য, রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস ও বরকতময় রোজার মাস। এ মাসের তাৎপর্য অপরিসীম। এ মাসের রোজা পালনের নানাা দিক ও রোজাদারের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বইটি রচিত হয়েছে। আল-হাদী প্রকাশন এবং রকমারি থেকে অনলাইনে ড. মাহফুজ পারভেজ রচিত  'কোরআন-হাদিসের আলোকে মানবজীবনে রমজান' গ্রন্থটি বিশেষ ছাড়ে সংগ্রহ করা যাবে ১৫০ টাকায়।

রকমারি.কম থেকে বইটি সংগ্রহের লিংক:

https://www.rokomari.com/book/214408/quran-hadeser-aloke-manobjibone-ramjan


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর