কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বিধি-নিষেধ অমান্যকারী ১৭ জনের জরিমানা, গরুর হাট বসানোর চেষ্টা ভণ্ডুল

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ৭:৩৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৭ জনের কাছ থেকে মোট ৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার পৌরসদর ও মির্জাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান।

এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা তাকে সহযোগিতা করেন।

অভিযানে মুখে মাস্ক পরিধান না করায় তিনজনকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এদিকে সরকারি নিষেধ না মেনে দোকানপাট খোলা রাখার অপরাধে পাকুন্দিয়া পৌর সদর ও মির্জাপুর বাজারের ১৪ দোকানিকে মোট পাঁচ হাজার ৮০০টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক একেএম লুৎফর রহমান।

অপরদিকে নিষেধ অমান্য করে মির্জাপুর বাজারে গরুর হাট বসার চেষ্টা করা হয়। এসময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের টিম গিয়ে তা বন্ধ করে দেয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর