কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে বেপরোয়া ছিনতাই চক্র, এবার ছুরিকাঘাতে পথচারী নিহত

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১২:২৩ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে বেপরোয়া হয়ে ওঠেছে ছিনতাইকারী চক্র। এবার ছিনতাইকারী চক্রের শিকার হয়ে ছুরিকাঘাতে মো. ফারুক খান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক খান পৌর এলাকার চন্ডিবের খান বাড়ির মো. সালাম খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মো. ফারুক খান ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে হাঁটাহাটি করতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন।

এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভৈরব থানা পুলিশ রাতেই অভিযানে নেমেছে বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর