কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শপিং করতে এসে জরিমানা গুণলেন চার নারী, ট্রাকচালকসহ আরো ৯ জনের জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১:১৬ | হোসেনপুর 


করোনা পরিস্থিতিতে সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় কিশোরগঞ্জের হোসেনপুরে শপিং করতে আসা চার নারীসহ মোট ১৩ জনকে মোট ১৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মনসহ হোসেনপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা সচেতনতায় উপজেলা সদর বাজার এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে বাজারে শপিং করতে আসা চার নারীসহ মোট ৮ জনকে ৮৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।

এদিকে একই সময়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের দায়ে ট্রাক চালক মো. কাইয়ুমকে ১৫ হাজার টাকা এবং সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় চার জনকে মোট ৮০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর