কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রাস্তার পাশে পড়ে থাকা পিকআপ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করলো র‌্যাব

 স্টাফ রিপোর্টার | ২২ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ৯:২০ | অপরাধ 


কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অভিযানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি পিকআপ গাড়ি থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা স্বনির্ভর বাজার এলাকা পরিত্যক্ত পিকআপ ও পিকআপটি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের কিশোরগঞ্জ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের কিশোরগঞ্জ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা স্বনির্ভর বাজার এলাকায় অভিযান চালান।

অভিযানে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ডান পাশের মো. আতাউল মিয়ার ঔষধের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিকআপটি তল্লাসি করে র‌্যাব ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে।

পরে উদ্ধারকৃত পিকআপ ও গাঁজা পরিত্যক্ত হিসাবে কটিয়াদী থানায় জিডিমূলে জমা দেয় হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর