কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় তরমুজের দোকানে অভিযান

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৮ এপ্রিল ২০২১, বুধবার, ১০:০৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে তরমুজের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কেজির দরে তরমুজ বিক্রি না করতে বিক্রেতাদের সতর্ক করে দেয়া হয়।

জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লকডাউন চলছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে মৌসুমী ফল তরমুজ বিক্রি করছে।

এক্ষেত্রে তারা কেজির দরে তরমুজ বিক্রি করছে। যা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না। এতে ক্রেতারা বেশ অস্বস্তিতে পড়ে।

এছাড়া কেজির দরে স্বাভাবিকের চেয়ে তিনগুণ দামে তরমুজ কিনতে বাধ্য হতে হচ্ছে। যা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিষয়টি নজরে এলে প্রশাসন মাঠ পর্যায়ে তদারকি শুরু করে। অনেক ক্ষেত্রেই জেল-জরিমানাও করছে।

এর প্রেক্ষিতে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (২৮ এপ্রিল) বিকালে পৌরসদর বাজারসহ উপজেলার বেশ কয়েকটি বড়বড় বাজারের তরমুজের আড়ত ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তরমুজ বিক্রেতাদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি কেজির দরে তরমুজ না কিনতে আগত ক্রেতাদের অনুরোধ করা হয়।

অভিযানকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান বলেন, লকডাউনকে কাজে লাগিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যাতে তরমুজ নিয়ে সিন্ডিকেট করতে না পারে এবং কেজির দরে যেন কোনো বিক্রেতা তরমুজ বিক্রি না করে সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

এরপরও যদি কেউ অসাধু পন্থা অবলম্বন করে তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর