কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ধান কাটা শ্রমিকের অভাবে দিশেহারা হাওরের কৃষক

 অজিত দত্ত, অষ্টগ্রাম প্রতিনিধি | ২৮ এপ্রিল ২০১৮, শনিবার, ৬:৫৪ | হাওর 


এবার বোরোর বাম্পার ফলন হয়েছে হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায়। কিন্তু বাম্পার এই ফলনের পরও স্বস্তিতে নেই কৃষক। চড়া পারিশ্রমিকেও মিলছে না ধান কাটা শ্রমিক। ফলে কৃষক তার জমির পাঁকা ধান কাটতে পারছেন না। কোন কোন এলাকার কৃষক জমির ধান কাটতে পারলেও বেহাল যোগাযোগের কারণে কাটা ধান কৃষক বাড়িতে নিতে পারছেন না। ফলে জমিতেই নষ্ট হচ্ছে কৃষকের একমাত্র কষ্টফসল।

কৃষকেরা জানান, একদিকে ধান কাটার কৃষি শ্রমিকের সংকটের কারণে পাঁকা ধান কাটা যাচ্ছে না। আর অন্যদিকে কর্দমাক্ত কাঁচা রাস্তার কারণে হাওর থেকে কাটা ধান জমি থেকে বাড়ীতে নেয়া যাচ্ছে না। ফলে জমির ধান তোলা নিয়ে কৃষক এখন দিশেহারা।

অন্যান্য বছর বোরো মৌসুমে ধান কাটার সময় পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, দিনাজপুর, রংপুর, জামালপুর, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার শ্রমিকেরা ধান কাটার জন্য আসতো। বিগত বছরসমূহে পর পর অকাল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বোরো ফসলের তি হওয়ায় আগের মতো আর ধান কাটা শ্রমিকেরাও আসছে না। এই সুযোগে স্থানীয় ধান কাটা শ্রমিকেরা চড়া পারিশ্রমিক ছাড়া ধান কাটছে না। যেখানে এক একর জমি কাটার জন্য চার থেকে পাঁচ হাজার টাকা লাগত, সেখানে এখন বার থেকে চৌদ্দ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছে না।

উপজেলার আব্দুল্লাহপুর বাজুকা গ্রামের কৃষক মো. জামাল মিয়া জানান, বালিচাপড়া হাওরে তিনি ৮ একর জমি করেছিলেন। মাত্র এক একর জমি তিনি কেটেছেন। বাকি জমির ধান পাঁকলেও শ্রমিকের অভাবে কাটতে পারছেন না।

গয়েশপুর গ্রামের কৃষক নূর মোহাম্মদ জানান, বারচর হাওরে তিনি ১২ একর জমি করেছেন। জমির ধানও পেঁকে গেছে। কিন্তু শ্রমিক না পাওয়া কোন রকমে পাঁচ একর জমির ধান কাটতে পেরেছেন। বাকি জমি যে কিভাবে কাটবেন, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই!

কাস্তুল গ্রামের কৃষক গোলাম কিবরিয়া কল্লোল জানান, সবিয়ারগোপ হাওরে তিনি তিন একর জমি করেছিলেন। পুরো জমিই পেঁকে রয়েছে। কিন্তু ধান কাটা শ্রমিকের অভাবে এখন পর্যন্ত তিনি এক মুঠো ধানও কাটতে পারেননি।

আব্দুল্লাপুর গ্রামের মেজবাহ উদ্দিন জিন্নাহ জানান, মাসকা হাওরে তার করা পাঁচ একর জমির মধ্যে মাত্র দুই একর জমি চড়া পারিশ্রমিকে কোন রকমে কাটতে পেরেছেন। বাকি তিন একর জমি কাটা নিয়ে বিপাকে পড়েছেন।

আদমপুর গ্রামের সবুজ মিয়া জানান, চরভাঙ্গা হাওরে তার ২০ একর জমি রয়েছে। জোড়াতালি দিয়ে ৫ একর জমির ধান কেটেছেন। বাকি জমি কাটার জন্য শ্রমিকের খোঁজে হন্যে হয়ে ঘুরলেও শ্রমিক মিলছে না।

তাদের মতো এমন অসংখ্য কৃষক রয়েছেন যাদের জমির পাঁকা ধান ধান কাটা শ্রমিকের অভাবে জমিতে নষ্ট হচ্ছে। ফলে গত বছরের আগাম বন্যায় সর্বশান্ত কৃষক বাম্পার ফলনের পর ঘুরে দাঁড়াতে পারছেন না। ধান কাটা শ্রমিকের এ সংকট অব্যাহত থাকলে উৎপাদিত ফসল তারা ঘরে তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন।

কৃষকেরা জানিয়েছেন, ধান কাটা শ্রমিকের সংকট হাওরে প্রকট আকার ধারণ করেছে। ফলে ধান কাটা শ্রমিকের চাহিদাও বেড়ে গেছে। একর প্রতি চার-পাঁচ হাজার টাকার বিপরীতে অনেককে ১২ থেকে ১৪ হাজার টাকায়ও শ্রমিক সংগ্রহ করে ফসল কাটতে দেখা যাচ্ছে। তারপরও শ্রমিক মিলছে না। অনেক কৃষক শ্রমিক না পেয়ে হাওরের পাড়ে বসে নিজের জমির দিকে তাকিয়ে বিলাপ করতেও দেখা গেছে। ধান কাটা শ্রমিকের সংকটে কাবু এখন হাওরের কৃষক। জমিতে ফলানো সোনার ফসল ঘরে না তোলা পর্যন্ত এ নিয়ে তাই তাদের উদ্বেগ আর শঙ্কা কাটছে না।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর