কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে মে দিবস পালিত

 স্টাফ রিপোর্টার | ১ মে ২০২১, শনিবার, ৭:২৪ | কিশোরগঞ্জ সদর 


মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মে) বিকালে শহরের স্টেশন রোডের রংমহল চত্বরে এ শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল হাশেম, কৃষক সমিতির নেতা এডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা সিপিবি নেতা রঞ্জিত সরকার, অধ্যাপক ফরিদ আহম্মদ, শ্রমিক নেতা হাবিবুর রহমান হীরা, মোজাম্মেল হক বকুল, ছড়াকার শাহজাহান কবীর, অটোশ্রমিক নেতা হীরা মিয়া, আলমগীর ভূইয়া, রাজীব মিয়া, টমটম শ্রমিক নেতা দুলাল মিয়া প্রমুখ।

বক্তাগণ মহান মে’র বীর শহিদ এবং মহান মুক্তিযুদ্ধ, বাশঁখালীসহ এ যাবৎ আত্মদানকারী সকল শ্রমিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রমিকদের জন্য মাসিক নূন্যতম মজুরী ২০ হাজার টাকা, ঈদের আগে ১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান, করোনাকালে আয় উপার্জনহীন শ্রমিকদেরকে খাদ্য সহায়তা প্রদান, শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধসহ শ্রমিক শ্রেণির আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্লোগান সহ একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর